শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ক্রিকেটার ক্রিস গেইল মানহানির মামলায় জিতেছেন
প্রকাশ: ১২:৫২ pm ৩০-১০-২০১৭ হালনাগাদ: ১২:৫৫ pm ৩০-১০-২০১৭
 
 
 


ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল মানহানির মামলায় জিতেছেন। সোমবার (৩০ অক্টোবর) অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছিলেন। 

২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপে সিডনির ড্রেসিং রুমে ম্যাসাজ থেরাপি নেওয়ার সময় গেইল তোয়ালে খুলে নিজের গোপনাঙ্গ লিয়ানি রাসেল নামে এক থেরাপিস্ট নারীকে দেখিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর ক্রিস গেইলকে নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। ক্রিস গেইল নিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড, দ্য এজ ও দ্য ক্যানবেরা টাইমস নিয়মিত প্রতিবেদন লিখেন।

এ খবর প্রকাশের পর বিব্রতবোধ করায় নিউসাউথওয়েলসের সুপ্রিম কোর্টে মানহানির মামলা করেন গেইল। এবার এই মানহানি মামলায় জয়ও দেখলেন ক্যারিবীয় দানব। আদালতের রায় শোনার পর গেইল বলেন, অবশেষে আমি খুবই আনন্দিত। এটা খুবই আবেগী একটি মুহূর্ত। আমি ভালো লোক। আমি দোষী নই। মানহানির এ মামলায় গেইলের ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী শুনানিতে জানা যাবে। তবে ফেয়ারফ্যাক্সের আইনজীবীরা জানান, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT