একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) । আগামী ১৬-১৭ আগস্ট বেলা ১১টা থেকে দিনব্যাপী দেশের জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদকদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রোববার (০৬ আগস্ট) দুপুরে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ এ কথা জানান। এ বিষয়ে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, ৬০ জন সাংবাদিকের তালিকা করা হয়েছে। এদের মধ্য থেকে গুরুত্ব বিবেচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিবে কমিশন। তালিকায় দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইন পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক ক্যাটাগরি করা হয়েছে। সচিব জানান, নামের তালিকা চূড়ান্ত হলে আমন্ত্রিতদের ঠিকানায় তা পাঠানো হবে। ইসি সচিব জানান, আগস্টের শেষের দিকে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে। নির্বাচন কমিশন আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে রোডম্যাপ তৈরি করেছে তাতে ৭টি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে, আর তার মধ্যে সংলাপ অন্যতম। ইতোমধ্যে সুশীল সমাজের সঙ্গে ফলপ্রসূ সংলাপের মাধ্যমে তা বাস্তবায়ন শুরু হয়েছে। গণমাধ্যমের পর এনজিও, রাজনৈতিক দল ও নারী প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ করবে। সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।