শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
প্রকাশ: ১২:০০ am ২৮-১১-২০১৬ হালনাগাদ: ১১:২২ am ২৮-১১-২০১৬
 
 
 


গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার সকালে ওই এলাকার ‘মামুন নীট ওয়্যার লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়াস সার্ভিস যাওয়া আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে বলে জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান।

তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে কারখানা ভবনের চতুর্থ তলায় নিটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলেও তারা পৌঁছানোর আগে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে ড্যাম্পিং ও মালামাল উদ্ধার করে বলে জানান তিনি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT