বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গাজীপু‌রে মুরগি বোঝাই পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত
প্রকাশ: ১০:৪৫ am ৩১-০১-২০১৮ হালনাগাদ: ১০:৪৯ am ৩১-০১-২০১৮
 
 
 


গাজীপু‌রের শ্রীপুর উপ‌জেলার মোলাইদ এলাকায় মুরগি বোঝাই পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছে।

বুধবার (৩১ জানুয়া‌রি) সকাল ৬টার দিকে মোলাইদ এলাকায় জয়দেবপুর-ময়মন‌সিংহ মহাসড়কে এ ঘটনা ঘ‌টে। তাৎক্ষণি‌ক নিহতদের নামপ‌রিচয় জানা যায়‌নি।

মাওনা হাইও‌য়ে থানার সুত্রে জানা যায়, ঢাকাগামী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান শ্রীপুর উপ‌জেলার মোলাইদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়‌কের পা‌শে উ‌ল্টে যায়। এ‌তে ঘটনাস্থ‌লে তিনজন নিহত হন। আহত হয় আরও দু’জন। প‌রে খবর পে‌য়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মর‌দেহ উদ্ধার ক‌রে মাওনা হাইও‌য়ে থানায় নেওয়া হ‌য়। আহতদের স্থানীয় এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT