ঘন কুয়াশায় গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বাসচালক। তাঁর নাম শেখ শাহিদ (৪৮)। তিনি বগাইল ভাঙ্গা ফরিদপুর এলাকার বাসিন্দা শেখ ফরিদের ছেলে। শাহিদ বনফুল পরিবহনের বাসের চালক ছিলেন।
নিহত অপর এক চল্লিশোর্ধ্ব নারীর পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার সূত্রে জানা যায় আজ সোমবার সকালে এনটিভি অনলাইনকে জানান, রাতে ঢাকা থেকে বনফুল পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল বৈদ্যুতিক তারবোঝাই ট্রাকটি।
ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।