চট্টগ্রামের পটিয়ায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি মইজ্জ্যার টেক থেকে শান্তির হাটে কোহিনূর গার্মেন্টেসে যাচ্ছিল। ভেল্লাপাড়া ব্রিজ পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
বাসে থাকা পোশাক শ্রমিকদের অধিকাংশই কমবেশি আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।