শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বিপিএল
চিটাগংয়ের টানা চার জয়
প্রকাশ: ১২:০০ am ২৭-১১-২০১৬ হালনাগাদ: ০৯:৫০ am ২৮-১১-২০১৬
 
 
 


রংপুর রাইডার্সের দেয়া ১২৫ রানের সহজ লক্ষ্যটা ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখেই টপকে গেছে চিটাগং ভাইকিংস। ঝড়ো ইনিংস উপহার দেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। অপরাজিত ‍অর্ধশতকে দলের টানা চার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তামিম।

প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জটা দুর্দান্তভাবেই পার করলো চিটাগং। টুর্নামেন্টের প্রথম দেখায় (৯ নভেম্বর) তারা ৯ উইকেটে হারের লজ্জায় ডুবেছিল । ওই ম্যাচটিতে ১২৫ রানের সহজ লক্ষ্যটা পাঁচ ওভার হাতে রেখেই টপকে যায় রংপুর। দু’দলের দ্বিতীয় সাক্ষাতটিও হলো লো-স্কোরিং। এবার শেষ হাসি হাসলো তামিমের চিটাগং।

৯টি চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা তামিম। অপর প্রান্তে থাকা আনামুল হকের ব্যাট থেকে আসে ২২ বলে ২২।

এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা মেটান গেইল! তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৪০ রান করে আউট হন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। তাতে ছিল ২টি চার ও ৪টি ছক্কার মার। নবম ওভারে শহীদ আফ্রিদিকে পরপর দুই ছক্কা হাঁকানোর পর শেষ বলে আনোয়ার আলীর হাতে ধরা পড়েন।

এর আগে তাসকিন-নবী-শুভাশিষদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১২৪ রান তোলে রংপুর। গেইল-তামিমদের সামনে সহজ টার্গেটই বলা চলে।

শেষদিকে, ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন আনোয়ার আলী। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সৌম্য সরকার। এছাড়া মোহাম্মদ শাহজাদ ২১, মোহাম্মদ মিঠুন ১২, লিয়াম ডসন ১৩ ও শহীদ আফ্রিদি ১৩ রান করেন।

বিপিএলের ৩০তম ম্যাচে এসে আবারো মুখোমুখি হয় চিটাগং ও রংপুর। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি নাঈম ইসলাম। এ ম্যাচ দিয়ে একে অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামেন টি-টোয়েন্টির দুই মহাতারকা গেইল ও আফ্রিদি।

বেশ সাবলীলভাবেই ব্যাট চালাচ্ছিলেন সৌম্য সরকার। তবে ফর্মহীনতায় ভোগা এ ওপেনার লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন। ২১ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। শুভাশিষ রায়ের করা ষষ্ঠ ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবীর হাতে ধরা পড়েন।

দশম ওভারে দুই উইকেট নিয়ে রংপুরকে চাপের মুখেই ফেলেন তাসকিন আহমেদ। মিঠুনের (১২) পর ওপেনার শাহজাদকেও (২১) বোল্ড করেন চিটাগং ভাইকিংসের পেস তারকা। ১২তম ওভারে ব্যক্তিগত ৩ রানে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন নাঈম।

চ্যালেঞ্জিং স্কোর গড়তে আফ্রিদির ব্যাটে তাকিয়ে ছিল রংপুর। কিন্তু মাত্র ১৩ রান করে দলকে হতাশই করেন তিনি। ১৬তম ওভারে জোড়া আঘাত হানেন আফগান অলরাউন্ডার নবী। ‘বুমবুম’ অাফ্রিদির পর লিয়াম ডসনকে (১৪) সাজঘরে পাঠান তিনি। শেষ ওভারে মুক্তার আলীর (৪) রান আউটে ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

এদিকে, রোববারের (২৭ নভেম্বর) প্রথম ম্যাচে মুশফিকের বরিশাল বুলসকে চার উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। বরিশালের দেয়া ১৩৩ রানের লক্ষ্যটা চার বল হাতে রেখে টপকে যায় ঢাকা।

দুর্দান্ত জয়ে সাত দলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে চিটাগং। ৯ ম্যাচে পাঁচ জয় ও চার হারে তাদের সংগ্রহ ১০। রান রেটে পিছিয়ে পড়ায় সমান পয়েন্টে চারে নেমে গেছে এক ম্যাচ কম খেলা রংপুর। শীর্ষে উঠে আসা ঢাকার পয়েন্ট ছয় জয়ে ১২। সমান ম্যাচে সমান পয়েন্টে দুইয়ে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্স।

আট ম্যাচে আট পয়েন্টে পাঁচে স্যামি-সাব্বিরের রাজশাহী কিংস। সমান ম্যাচে মাত্র দুই পয়েন্টে তলানিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা পাঁচ ম্যাচে হারের বৃত্তে থাকা বরিশাল (৯ ম্যাচে ৬) ছয়ে অবস্থান করছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT