শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কুমিল্লাকে হারিয়ে ফাইনালে রংপুর আজ খেলবে ঢাকার সাথে
প্রকাশ: ০৯:৩২ am ১২-১২-২০১৭ হালনাগাদ: ০৯:৪৪ am ১২-১২-২০১৭
 
 
 


জনসন চার্লসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আগের দিনে ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করা রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে।

১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে এ ম্যাচে ৩৬ রানে জয় পায় রংপুর। দলের পক্ষে লিটন দাস ৩৯ ও তামিম ইকবাল ৩৬ রান করেন।

অন্যদিকে রংপুরের হয়ে ৩টি উইকেট দখল করেন রুবেল হোসাইন। এছাড়া উদানা ও বোপারা ২টি করে এবং সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল ইসলাম ১টি করে উইকেট পান। এর আগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি শুরু হওয়া ম্যাচে চার্লসের সেঞ্চুরি ও ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে। 

কুমিল্লার পক্ষে মেহেদি হাসান, হাসান আলী ও মোহম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট দখল করেন।   আজ ১২ ডিসেম্বর ফাইনালে ঢাকার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। একই সাথে জমকালো এই আসরের পর্দাও নামবে আজ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT