চুরির অপবাদ দিয়ে আবারও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় মোবাইল চুরির অপবাদে আমগাছের ডালে ঝুলিয়ে দুই শিশুকে নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালীরা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এর প্রতিবাদে পুরো কুষ্টিয়াজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি সপ্তাহের কয়েক দিন আগে উপজেলার ছেঁউড়িয়ার চরমণ্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল ফোন চুরি হয়। এতে একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করা হয়।
পরে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে একটি আমগাছের ডালে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয়। এ সময় শিশু দু'টি মোবাইল চুরি করেনি বলে শত আকুতি করলেও নির্যাতন থেকে রেহাই পায়নি। পরে শিশু আসিফের পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় নির্যাতকরা। তবে আরেক শিশু জুয়েল বেধড়ক পেটানোর কারণে গুরুতর আহত হয়ে পড়লে রাতে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। শিশুটির শরীরের কয়েকটি স্থানে চাপা রক্ত জমাট বাধার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, নির্যাতিত শিশুটির পরিবার মামলা করতে চায়নি। আমরা তাদেরকে থানায় ডেকে নিয়ে এসে পাশে দাঁড়িয়ে মামলা করিয়েছি। আজ (বৃহস্পতিবার) জুয়েলের বড় ভাই রবজেল খান বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।
ভিডিওটি দেখুনঃ