চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন । নিহত ব্যক্তি চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শীর্ষ নেতা কেতু (৩৪)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর কবরস্থানের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত কেতু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। পুলিশের বলছে, বন্দুকযুদ্ধের সময় পুলিশের এক পরিদর্শকসহ (ওসি) ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি দেশীয় রিভলবার, ২ রাউন্ড কার্তুজ, ৬টি বোমা ও ৬টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।