শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্থান,ছিটকে গেল ইংল্যান্ড
প্রকাশ: ০৯:৩৩ am ১৫-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৩৫ am ১৫-০৬-২০১৭
 
 
 


চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে ছিটকে গেল ইংল্যান্ড। গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ছিল স্বাগতিকরা। অবশেষে সেমিফাইনালে পাকিস্তানের কাছে পরাজয় বরণ করে বিদায় নিতে হয়েছে মরগান-স্টোকসদের। এদিন ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছে ইংলিশরা। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ (বুধবার) প্রথম সেমিফাইনালে ইংলিশদের ৮ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। তাতে ফাইনালের টিকিট পেয়ে যায় ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। পাকিস্তানি বোলারদের তোপে নির্ধারিত ৫০ ওভারই ব্যাট করতে পারেনি। ৪৯.৫ ওভারে ২১১ রানে অলআউট ইয়ন মরগান বাহিনী। জবাবে ৩৭.১ ওভারে (৭৭ বল হাতে রেখেই) ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT