একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন থেকে প্রতিদিন সকাল ও বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরিকল্পনা চূড়ান্ত করছে ইসি। আর এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের তালিকায় ক্রম অনুসারে শেষ দিকে থাকা দলগুলোর সঙ্গে সংলাপের জন্য প্রথমে ডাকা হবে। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ব্যাপারে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল সকালের খবরকে বলেন, আশা করছি ২৪ আগস্ট থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। আর এ ক্ষেত্রে ঈদুল আজহার আগে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে এবং পরে ১০ সেপ্টেম্বর থেকে বাকি ৩৪টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। ৪০টি দলের সঙ্গে প্রতিদিন সকালে ও বিকেলে এই সংলাপ হবে। প্রত্যেক দল থেকে ১০ জন করে প্রতিনিধি সংলাপে অংশ নিতে পারবেন। তবে বড় দলগুলো থেকে কতজন প্রতিনিধি থাকবেন তা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে ইসির পক্ষ থেকে কোনো প্রস্তাব বা সুপারিশ করা হবে না। বরং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তাদের মতামত নেওয়া হবে। ইসি সূত্র জানায়, বর্তমানে ইসিতে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ইসির নিবন্ধন নম্বরের ক্রম অনুসারে সেগুলো হল-লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ঐক্যবন্ধ নাগরিক আন্দোলন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিশ, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। ৭০ সাংবাদিকের সঙ্গে সংলাপ : আগামী ১৬ ও ১৭ আগস্ট দুই দফায় ৭০ সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপে বসছে ইসি। সংলাপের প্রথম দিন ১৬ আগস্ট বিভিন্ন পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে বসবে। আর দ্বিতীয় দিন ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বসছে ইসি। প্রথম দফায় ইসি সচিবালয় ৬০ সাংবাদিককে সংলাপের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিলেও পরে তা বেড়ে ৭০ জন করা হয়। গতকাল থেকে সংলাপে অংশ নেওয়ার জন্য সাংবাদিকদের নামে আমন্ত্রণপত্র ইস্যু করা শুরু হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই সুশীল সমাজের সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে ইসি।