জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ ২৩ অক্টোবর সকালে বিশেষ বিমানে কক্সবাজারে পৌছেছেন। তিনি আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলাম জর্ডানের রাণী বিমান বন্দরে বরণ করেন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য এবং জাতিসংঘ মানবিক সংস্থার একজন পরামর্শক হিসেবে তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্প ও তার আশেপাশের এলাকা পরিদর্শন করবেন।
রাণী তার এই সফরে আইআরসি, ইউএনএইচসিআর, ইউনিসেফ ও অন্যান্য মানবিক সংস্থার কিছু জরুরি সেবা পর্যবেক্ষণ করবেন।
সফর শেষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি।