মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহেশ্বরচাঁদা গ্রামের নারী উন্নয়ন কর্মী, কেঁচো সার উৎপাদন উদ্যোক্তা, একাধিকবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত মর্জিনা বেগমের আয়োজন ও অর্থায়নে এলাকার মহিলা ও কন্যা শিশুদের নিয়ে, জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কৃষি সংগঠক নুরুজ্জামান বিশ্বাস। মর্জিনা বেগম তার বক্তব্যে বলেন, শিশুরা ছোট বেলায় খুবই অসহায় ও মা-বাবার উপর নির্ভরশীল থাকে। আমরা যদি তাদের পুষ্টিকর খাদ্য, উন্নত চিকিৎসা, সুন্দর পরিবেশ ও ব্যবহারে সুশিক্ষায় গড়ে তুলতে পারি, তাহলে তারা সমাজ উন্নয়নে, নের্তৃত্বে, চাকুরী স্থল সহ সর্বক্ষেত্রে অবদান রাখতে পারবে। আমাদের দেশে একজন সফল নারী প্রধানমন্ত্রী। সংসদের স্পীকার ও বিরোধীদলীয় নেত্রীরা নারী। চাকুরীতে উচ্চ শিখরেও নারীরা সুনামের সাথে দায়িত্ব পালন করছে। তাই কন্যা সন্তানদের কোন অবস্থাতেই অবহেলা করা যাবে না। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, নারী আমাদের সম্পদ। সংসারে অধিকাংশ কাজ নারীরাই করে থাকে। সংসার সুখের হয় রমনীর গুনে। তাই সবসময় কন্যা শিশুদের খেয়াল রাখতে হবে।