জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ রাজিব হোসেন রাজু (২০) নামে ১ যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীন তাকে আটক করেন।
সুদিপ্ত শাহীন যুগান্তরকে বলেন, ব্যাটারিচালিত রিকশা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করায় তাকে প্রথমে আটক করা হয়। পরে সন্দেহ হলে রিকশায় বহন করা পেয়ারার বস্তা খুলে আমরা ফেনসিডিলের বোতল পাই। তাকে আটক করা হলে অপরিচিত কয়েকজন ছেড়ে দেয়ার জন্য সুপারিশ করে। তবে ফেনসিডিলের আসল মালিককে আটক করা যায়নি বলেও জানান তিনি।
আটককৃত রাজিব হোসেন রাজু জানান, ইসলাম নগরের কাপড় ব্যবসায়ী সাইফুল্লাহ আল ফারুকের ছেলে নয়ন আমাকে ফোন করে ৩ বস্তা পেয়ারা আনতে প্রান্তিক গেটে যেতে বলে। পরে পেয়ারা নিয়ে এলে সন্দেহ করে আটক করেছে। আমি ফেনসিডিলের কথা জানতাম না।