কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আবুল হোসেনকে ১১ অক্টোবর বুধবার দুপুরে অফিস কক্ষে ঘুষ গ্রহণকালে দূর্নীতি দমন ব্যূরোর কর্মকর্তারা আটক করেছেন।
এসময় তার কাছ থেকে ঘুষের ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কুমিল্লা দুদুক সুত্র জানায়, জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ভূমি অফিসে নামজারী, পরচাসহ বিভিন্ন কাজে সাধারন মানুষ বেশ কিছুদিন ধরে সহকারী ভূমি কর্মকর্তার দ্বারা হয়রানী হয়ে আসছিল।
এ সংক্রান্ত অফিযোগ পাওয়ায় বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগের দুদক পরিচালক আবু সাঈদের নেতৃত্বে কুমিল্লা দুদকের উপ-পরিচালক আবুল কালামসহ একটি দল বুধবার দুপুর ২ টায় বাঙ্গড্ডা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায়।
এসময় ঘুষ গ্রহণকালে ওই অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আবুল হোসেনকে হাতেনাতে আটক ও তার কাছ থেকে ৪ হাজার টাকা উদ্ধার করে। কুমিল্লা দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং-৪,তারিখ ১১/১০/২০১৭ ইং।