মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া এলাকা থেকে ৮’শ পিচ ইয়াবাসহ মুকুল বিশ্বাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। শুক্রবার দুপুরে মুকুল বিশ্বাসকে আটক করা হয়। সে ওই এলাকার মোসলেম বিশ্বাসের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কুষ্টিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৮’শ গ্রাম ইয়াবাসহ মুকুল বিশ্বাসকে আটক করা হয়। মুকুল বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় র্যাব। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।