বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কুতুপালং ক্যাম্পে চালিয়ে ৫ জন বিদেশিসহ ২৬ ব্যক্তিকে আটক
প্রকাশ: ১০:০৫ am ০৭-১১-২০১৭ হালনাগাদ: ১০:০৭ am ০৭-১১-২০১৭
 
 
 


কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে চালিয়ে ৫ জন বিদেশিসহ ২৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালেদ মাহমুদ জানান, মাত্র দেড় ঘণ্টার অভিযানে তারা ৫ জন বিদেশি নাগরিককে রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে রোহিঙ্গাদের সঙ্গে এবং অলিগলিতে অজানা কারণে ঘুরাঘুরি করার সময় হাতেনাতে পেয়েছেন। এসব বিদেশিদের মধ্যে রয়েছেন একজন চায়নার নাগরিক এবং অপর ৪ জন ব্রিটিশ নাগরিক। তাদের কারো কাছে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি নেই রোহিঙ্গা শিবিরে অবস্থানের জন্য। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন মৌলভীও রয়েছেন বলে জানা গেছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT