চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।নিহতের নাম ইমান আলী (৩০)। পুলিশ বলছে নিহত ব্যক্তি ডাকাত ছিলেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত একটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে। জীবননগর থানার ডিউটি অফিসার এএসআই সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চারটি বোমা, একটি এলজি শুটারগান, পাঁচটি চাপাতি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এএসআই সাজ্জাদ জানায়, জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে ইমান আলীসহ ১৪/১৫ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ওই এলাকায় পুলিশ নিয়মিত টহলে যান। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। এরপর ডাকাতদলে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত ইমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।