জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ সেলিম, জেলা সমবায়ের চেয়ারম্যান হাজী আব্দুল গফুর, জেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার জাফর ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান। বক্তারা সেসময় সমবায়ীদের উৎপাদনমুখী কার্যক্রম করার জন্য আহ্বান জানান।