টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙে ৩৫ টন ইউরিয়া সারসহ ট্রাক পানির নিচে তলিয়ে গেছে। গুরুতর আহত হয়েছে ট্রাকের ড্রাইভার ওমর আহমেদ (৪০) ও হেলপার আবু বকর (৩৫)। গতকাল দুপুর সোয়া ১২টার সময় টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জাঙ্গালিয়া গ্রামের সাবেক কৃষি ব্যাংকের ক্যাশিয়ার খসরু খান ও সাবেক মহিলা ইউপি সদস্য সোমা বেগম বলেন, ৩৫ টন ইউরিয়া সারসহ ১০ চাকার ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮৯১৪১) কাঁপতে কাঁপতে ব্রিজের ওপর উঠতে থাকে। প্রায় ৮-১০ ফুট যাওয়ার পর আস্তে আস্তে ব্রিজের দু’পাশের রেলিং ভেঙে গিয়ে ট্রাকটি পশ্চিম দিকে পানিতে পড়ে যায়। ট্রাকের ড্রাইভার ও হেলপার কোনোরকমে বের হয়ে সাঁতরে সড়কে ওঠে। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে পাঠায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। ট্রাক ড্রাইভার ওমর আহমেদ বলেন, ৩৫ টন ইউরিয়া সার নিয়ে আমরা চট্টগ্রাম থেকে টাঙ্গাইল যাচ্ছিলাম। বেইলি ব্রিজে ওঠার পর তা ভেঙে ট্রাকসহ আমরা পানিতে পড়ে যাই। কোনোরকমে দরজা খুলে প্রাণে বেঁচে আসি। এদিকে আহত ট্রাক ড্রাইভার ও হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল হাকিম বলেন, আমরা ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। খুব দ্রুত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকলে অধিকাংশ যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় দেলদুয়ার উপজেলার সঙ্গে টাঙ্গাইল জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যাতে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।