শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
টানা ছয় দিন চলার পর আজ সকালে সূর্যের মুখ দেখা গেছে
প্রকাশ: ১০:৩৮ am ০৯-০১-২০১৮ হালনাগাদ: ১০:৪০ am ০৯-০১-২০১৮
 
 
 


শৈত্যপ্রবাহ চললেও তাপমাত্রা কিছুটা বেড়েছে দিনাজপুরে। গতকাল সোমবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে সেই তাপমাত্রা বেড়ে আজ দাঁড়িয়েছে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

টানা ছয় দিন শৈত্যপ্রবাহ চলার পর আজ সকালে সূর্যের মুখ দেখা গেছে। ফলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সূর্যের মুখ দেখা গেলেও কনকনে বাতাস অব্যাহত রয়েছে। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির মতো শিশির ঝরতে দেখা গেছে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকবে। তবে সূর্যের তাপমাত্রা বাড়বে এবং কনকনে শীত হ্রাস পাবে। অবশ্য এ মাসে আরো দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।
 
প্রচণ্ড শীতের কারণে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেলেও আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করছেন শিক্ষকরা। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT