ঘরের মাঠে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২২ অক্টোবর) রাতে লিগে প্রথম তিন ম্যাচ জয়শূন্য থাকার পর টানা দ্বিতীয় ম্যাচ জিতল রিয়াল।
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। অষ্টাদশ মিনিটে আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সের্হিও রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠা পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরা হেডে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।
রিয়ালের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও আসে প্রতিপক্ষের ভুলে। বাঁ থেকে ইসকোর ক্রসে আসেনসিওর নেওয়া হাফ ভলি গোলরক্ষক বরারবই ছিল; কিন্তু বল ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন সার্বিয়ান গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। মার্সেলো ৮২তম মিনিটে দারুণ এক গোল করলে বড় জয় পায় রিয়াল।
৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।