শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়
প্রকাশ: ১০:৩৬ am ১১-০২-২০১৮ হালনাগাদ: ১০:৫৬ am ১১-০২-২০১৮
 
 
 


ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৫-২ গোলের আত্মবিশ্বাসী জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে হ্যাটট্রিক শিরোপা মিশনে নকআউট পর্বেই অগ্নিপরীক্ষার সামনে রোনালদোর রিয়াল। শেষ ষোলোর প্রথম লেগে ফ্রেঞ্চ জায়ান্টদের অাতিথ্য দেবে মাদ্রিদিস্তারা। বার্নাব্যুতে আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) বহুল প্রতীক্ষার ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্যারিসে একই সময়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের ম্যাচ ৬ মার্চ।

হোম গ্রাউন্ডে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল রিয়াল। ছন্দে ফিরতে সোসিয়েদাদ ছিল আদর্শ প্রতিপক্ষ। যারা বার্নাব্যুতে এ নিয়ে টানা ৯ ম্যাচে হারের স্বাদ পেল।

প্রথমার্ধেই চার গোলের লিড নেয় লস ব্লাঙ্কসরা। খেলা শুরু প্রথম মিনিটেই সোসিয়েদাদের জালে বল পাঠান লুকাস ভাজকুয়েজ। ২৭ ও ৩৭ মিনিটে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান রোনালদো। এর তিন আগে স্কোরশিটে নাম লেখান টনি ক্রুস।

ম্যাচের ৭৪ মিনিটে ভিজিটরদের হয়ে একটি গোল পরিশোধ করেন ফরোয়ার্ড জন বাতিস্তা। ৬ মিনিট বাদেই হ্যাটট্রিক পূর্ণ করেন সিআর সেভেন। ৫-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক শিবির। ৮৩ মিনিটে সোসিয়াদাদকে আরেকটি গোল এনে দেন রিয়ালেরই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ইলারামেন্দি।

পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২২ ম্যাচে গ্যালাকটিকোদের সংগ্রহ ৪২। ১০ পয়েন্ট এগিয়ে এক ম্যাচ বেশি খেলা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধারে ছুটছে শীর্ষস্থানধারী লিওনেল মেসির বার্সেলোনা (২২ ম্যাচে ৫৮)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT