বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয়
প্রকাশ: ০১:৩০ pm ২৭-১০-২০১৭ হালনাগাদ: ০৫:৪৩ pm ২৭-১০-২০১৭
 
 
 


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হাসান আলীর বোলিং ও ব্যাটিংয়ে শোয়েব মালিকের নৈপুণ্যে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।  প্রথমে ব্যাট করতে নেবে বোলিং তোপে পড়ে ১৮.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেটে ১০৩ রান করে পাকিস্তান। এই জয়ে ১-০ তে এগিয়ে থাকলো তারা। তিন ম্যাচের এই সিরিজে প্রথমে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। তৃতীয় বলে ওপেনার দিলশান মুনাবীরাকে বোল্ড করেন ইমাদ ওয়াসিম। এর পর নিয়তিম বিরতিতে পাকিস্তানি বোলাররা উইকেট পেতে থাকেন। শ্রীলঙ্কাদের পক্ষে সামারাবিক্রমা ও সেক্কুগে প্রসন্নর ব্যাটে আসে সর্বোচ্চ ২৩ রান করে। পাকিস্তানের হাসান আলী ৩.৩ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন উসমান খান ও মোহাম্মদ হাফিজ। মাত্র ১০৩ রানের লক্ষ্যে নেমে দলীয় ১৮ রানে তারা হারায় ২ উইকেট। এরপর শেহজাদ ২২ রানে ফিরলে হাফিজের সঙ্গে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন মালিক। ৩১ বলে ৪টি চারে ৪২ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। হাফিজ ছিলেন ২৫ রানে অপরাজিত। শ্রীলঙ্কার ভিকুম সঞ্জয়া সর্বোচ্চ দুটি উইকেট নেন। ২৭ অক্টোবর শুক্রবার রাতেই আবুধাবিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT