শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
প্রকাশ: ১০:৩৫ am ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৪৭ am ১৩-০৮-২০১৭
 
 
 


আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে ৭ দিনের অনুশীলন ক্যাম্প শেষে শুক্রবার (১১ আগস্ট) রাতেই ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সূত্র জানিয়েছে, সফল কন্ডিশন ক্যাম্প শেষে ঢাকায় ফিরে আসা বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্রামে থেকে রোববার (১৩ আগস্ট) থেকে আবারো শুরু করবে অনুশীলন। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এরপর নিজেদের মধ্যে ভাগ হয়ে ১৬ ও ১৭ আগস্ট আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক-রিয়াদ-তামিমরা। তবে বৃষ্টির কারণে ভেসে গেছে চট্টগ্রামের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি। খেলা হয়েছে দুই দিনে মোট ১২২ ওভার। তবে ব্যাট করার সুযোগ মিলেছে একবার করে উভয় দলের ব্যাটসম্যানদের। আর এতেই সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ ব্যাপারে প্রধান নির্বাচক জানিয়েছেন, লক্ষ্য নিয়ে চট্টগ্রামে গিয়েছিল মুশফিকরা সে লক্ষ্য পুরোপুরি পূরণ হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে চট্টগ্রামে করা সাতদিনের এ ক্যাম্প কাজে দেবে বলে বিশ্বাস নান্নুর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রামের কন্ডিশনের ধারণা নিতে সেখানে সাতদিনের ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১১ বছর পর টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিকদের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। যার প্রথমটি ২৭ আগস্ট থেকে ঢাকার আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ছবিঃ সংগ্রহীত

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT