অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ১১ বছর পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে দুই দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই হেরেছে বাংলাদেশ। নিজেদের ৫০তম টেস্ট খেলতে নামছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের হয়ে এ মাইলফলক ছুঁয়েছেন হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিম। বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।