বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
তথ্য না দেওয়ায় নেত্রকোণার চার কর্মকর্তাকে তথ্য কমিশনের জরিমানা
প্রকাশ: ০৯:৪৫ am ২৫-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৪৭ am ২৫-১০-২০১৭
 
 
 


প্রার্থিত তথ্য না দেওয়ায় তথ্য অধিকার আইনের আওতায় দায়েরকৃত চারটি পৃথক অভিযোগের ভিত্তিতে নেত্রকোণার চার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) দশ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।  তথ্যমূল্য পরিশোধ করার পরও পুরোপুরি তথ্য না দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করায় নেত্রকোণা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানরকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ায় দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকাররম হোসেনকে তিন হাজার টাকা জরিমানা এবং ক্ষতিপূরণ হিসেবে বারোশ’ টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যথাযথভাবে নিয়ম মেনে তথ্য প্রদান না করায় বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এক হাজার টাকা এবং আপিল নির্দেশনা থাকা সত্তে¡ও নিয়ম মেনে তথ্য প্রদান না করায় মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।   তথ্য অধিকার আইনে ২৪ অক্টোবর ৯টি অভিযোগের শুনানি শেষে ৭টি অভিযোগের নিষ্পত্তি করা হয় এবং ২টি অভিযোগের পরবর্তী  শুনানির তারিখ নির্ধারণ করা হয়। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT