শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
তামিম এসেক্স থেকে টাকা গ্রহণ করেনি
প্রকাশ: ০৩:২৫ pm ১৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:৫৭ pm ১৩-০৭-২০১৭
 
 
 


ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই লন্ডন ছেড়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 
ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিবারসহ দেশে ফেরত আসা তামিম এ কারণে এসেক্স থেকে এক টাকাও গ্রহণ করেননি বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র। 
সূত্রের দাবি, দলের হয়ে এক ম্যাচ খেলে তেমন কোনো পারফরমেন্স করতে না পারায় এবং হঠাৎ করেই তার দেশে ফেরার ঘটনায় তিনি ক্লাবটি থেকে কোনো টাকা নেননি। 
বরং তাকে দেয়া অগ্রিম টাকাও তিনি ফেরত দিয়ে এসেছেন বলে দাবি করেছেন তামিম পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র।
চুক্তি অনুযায়ী ইংল্যান্ডে অবস্থানের সময় পরিবার নিয়ে থাকার জন্য তামিমকে স্ট্রাটফোর্ডে একটি ফ্ল্যাট ভাড়া করে দিয়েছিল এসেক্স। ব্যবহারের জন্য দিয়েছিল একটি গাড়ি। 
এদিকে বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিবারসহ দেশে চলে আসেন তামিম। গুঞ্জণ উঠেছে লন্ডনে তামিমের স্ত্রীর ওপর সাম্প্রদায়িক হামলার কারণেই লন্ডন ছেড়েছেন তিনি। 
তবে তামিম ও তার দল এসেক্স এ ঘটনার কথা অস্বীকার করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT