শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
তুরানের হ্যাটট্রিকে বার্সার সহজ জয়
প্রকাশ: ১২:০০ am ০৭-১২-২০১৬ হালনাগাদ: ০৯:৪৫ am ০৭-১২-২০১৬
 
 
 


লিওনেল মেসি যা করতে চেয়েছিলেন তা করে দেখালেন আরদা তুরান। ন্যু ক্যাম্পে তুর্কি মিডফিল্ডারের হ্যাটট্রিকে বুরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে ‍উড়িয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে বার্সেলোনা।

গ্রুপ পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলস্কোরের রেকর্ড ভাঙতে মেসির হ্যাটট্রিকের বিকল্প ছিল না। খেলা শুরুর ১৬ মিনিটে তুরানের পাসে বার্সাকে লিড এনে দিয়ে সেরকম ইঙ্গিতই দেন আর্জেন্টাইন আইকন। যা এবারের আসরে তার দশম গোল।

কিন্তু শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বিকে টপকানো হয়নি মেসির। পুরো আলোটা নিজের করে নেন তুরান। মাত্র ১৭ মিনিটেই (৫০, ৫৩, ৬৭) হ্যাটট্রিক উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। নির্ধারিত সময় শেষে দাপুটে জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

রিয়ালের বিপক্ষে শনিবারের এল ক্লাসিকো ড্রয়ের (১-১) দল থেকে মাত্র তিনজনকে (মেসি, মাশ্চেরানো ও ইনিয়েস্তা) এ ম্যাচে রাখেন কোচ লুইস এনরিক। ছিলেন না নেইমার। স্কোয়াডে থাকলেও লুইস সুয়ারেজের মাঠে নামা হয়নি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT