শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
তৃতীয় ম্যাচে কয়েন-যুদ্ধে জিতলেন বাংলাদেশ অধিনায়ক
প্রকাশ: ১২:১২ pm ২৩-০১-২০১৮ হালনাগাদ: ১২:১৫ pm ২৩-০১-২০১৮
 
 
 


টসভাগ্যটা ভালোই যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। ত্রিদেশীয় সিরিজে টানা তৃতীয় ম্যাচে কয়েন-যুদ্ধে জিতলেন বাংলাদেশ অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে মাশরাফি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৮ উইকেটের দাপুটে জয়। আজ টস জিতে জিম্বাবুয়েকেই ফিল্ডিংয়ে পাঠিয়েছেন মাশরাফি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ফাইনালের আগে শেষ দুই ম্যাচে তাই নিজেদের ভালোমতো ঝালিয়ে নেওয়ার জন্যই খেলবে টাইগাররা। 

শেষ দুই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার ইচ্ছাও আছে বাংলাদেশের। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজ দলে ফেরানো হয়েছে সানজামুল ইসলামকে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT