আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরিজে প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৬ সদস্যের এ দল ঘোষণা করা হয়। ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ দলে রয়েছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, আবুল হাসান রাজু, সাঞ্জামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন ও রুবেল হোসেন। ত্রিদেশীয় এ সিরিজে দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। আসন্ন এ সিরিজে অন্য দুটি দল হিসেবে খেলবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। আগামী ১৫ থেকে ২৭ শে জানুয়ারি ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা হবে ত্রিদেশীয় সিরিজ।