শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দুই গোলে জিতল রিয়াল
প্রকাশ: ০৫:৩২ pm ২৭-১০-২০১৭ হালনাগাদ: ০৫:৩৩ pm ২৭-১০-২০১৭
 
 
 


২৬ অক্টাবর বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কাপের চতুর্থ রাউন্ডের প্রথম লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে রোনাল্ডোসহ গুরুত্বপূর্ণ ৬ জন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজান জিনেদিন জিদান। এর ফলে রিয়ালকে জয় পেতে ঘাম ঝড়িয়ে দিয়েছে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাদা।    ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। হাকিমিকে ফ্রান গার্সিয়া ফাউল করলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। এরপর তিও এরনদেঁজকে ফাউলের জন্য আবার পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেদেলাকে। আর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।   গত মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা চতুর্থ রাউন্ডের ম্যাচে রিয়াল মুর্সিয়াকে ৩-০ গোলে হারায়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT