বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২২তম ম্যাচে ৭ রানের দুর্দান্ত জয়ে রাজসিক প্রত্যাবর্তন করলো রংপুর রাইডার্স। রংপুরের দেয়া ১৭০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ৪ উইকেটে ১৬২ রানেই থামল সিলেট। চলতি বিপিএলে ফর্ম ফিরে পাওয়া জাতীয় দলের সবচেয়ে বিধ্বংসী তরুণ সাব্বির রহমান ৪৯ বলে ৭ চার ২ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে পেরেরার বলে ম্যককালামের তালুবন্দি হন। এছাড়া ৪৩ বলে ১ চার ১ ছক্কায় ৫০ রান করে মাঠ ছাড়েন নাসির। ফলে দুর্দান্ত টিম পারফর্মেন্সে টানা তিন ম্যাচ হারের পর ৭ রানের জয় পেলো মাশরাফি বাহিনী। এর আগে সোমবার (২০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে টুর্নামেন্টের হট ফেবারিট রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান সিলেট সিক্সার্সের দলপতি নাসির হোসেন। ব্যাটিংয়ে এসে আন্তর্জাতিক টি-টোয়েন্টির দুই 'ফেরিওয়ালা' ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল আর কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালাম ইনিংসের শুরু করেন। উদ্বোধনী ইনিংসে মাত্র ৮.৪ ওভারে ৮০ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ১৬৯ রান করেন রংপুর রাইডার্স। দলের পক্ষে ক্রিস গেইল ৫০ ও ব্রেন্ডন ম্যাককালাম ৩৩ রান করেন। অন্যদিকে আবুল হাসান ২টি উইকেট পান। প্রসঙ্গত, দিনের প্রশত ম্যাচে হাসান আলীর ক্যারিয়ার-সেরা বোলিং ও শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে ঢাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা।