শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দেশে ফিরেছেন মাশরাফিরা
প্রকাশ: ১০:৩১ am ১৭-০৬-২০১৭ হালনাগাদ: ১০:৩৪ am ১৭-০৬-২০১৭
 
 
 


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল মিশন শেষে শনিবার সকালে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের সাথে বড় ব্যবধানে হারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজদের লক্ষ্য পূরণ করেছে টাইগাররা।

শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে টাইগার ক্রিকেটারদের বহনকারী বিমানটি। বিসিবি নিশ্চিত করেছে, ইংল্যান্ডের বার্মিংহাম থেকে দুবাই হয়ে দেশে পৌঁছেছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে ক্রিকেটাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে সাসেক্সে ১০ দিনের ক্যাম্পের জন্য মাশরাফি-মুশফিকরা উড়াল দিয়েছিল গত ২৬ এপ্রিল। সেখান থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় টাইগাররা। ত্রিদেশীয় সিরিজ শেষে আবারও ইংল্যান্ডে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়ে মোট ৫০ দিনের সফর শেষে দেশে ফিরলো মাশরাফি বাহিনী।

ঢাকায় ফিরেই লম্বা ছুটিতে চলে যাবেন ক্রিকেটাররা। সেই সাথে ঈদের ছুটি মিলে প্রায় চার সপ্তাহের ছুটি। এরপর টাইগারদের মিশন শুরু হবে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার আগমন উপলক্ষে মিরপুরে ক্যাম্প শুরু হওয়ার কথা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

এদিকে টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT