দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দল । বাংলাদেশ সময় রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে তারা সেথানে পৌঁছান । টেস্ট দল দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ থেকে রওনা দিয়েছে তারা । শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় প্রথম ভাগে রওনা দেন । প্রথম দলে আছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, লিটন দাস । বাকিরা গেছেন সন্ধ্যা সোয়া ৭টায় । ২০০৮ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে । প্রস্তুতি ম্যাচ দিয়ে খেলা শুরু হবে । ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ২১ সেপ্টেম্বর । প্রথম টেস্ট শুরু হবে ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে । দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে । টেস্টের পর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ।