শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নাজমুল হাসানের বিসিবির নির্বাচন না করার ইঙ্গিত
প্রকাশ: ১১:৫৮ am ১০-০৮-২০১৭ হালনাগাদ: ১২:০১ pm ১০-০৮-২০১৭
 
 
 


বিসিবির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন কিনা, তা স্পষ্ট করে বলেননি।

তবে বুধবার নাজমুল হাসানের কথায় নির্বাচন না করার ইঙ্গিত পাওয়া গেল। নতুনদের কাউকে বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান তিনি।

বিসিবি সভাপতির মা সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানের স্মরণসভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী করব, সেটা এখনও বলিনি, আমি ইচ্ছুক নই। সভাপতি পদে নতুন কারও আসা উচিত। নতুন কারও দায়িত্ব নেয়া উচিত। বিশেষ করে তরুণ প্রজন্ম থেকে। একটা নিয়ম যদি হয়ে যায়, সেটা উচিত সামনে এগিয়ে নেয়া। যে-ই আসুক, ক্রিকেট বোর্ডে এখন যে অবস্থা আছে, সেটা সামনে আরও ভালো হওয়া উচিত, ভালো হবে।’

বিসিবির এ কমিটির ২০১৩ সালের অক্টোবরে দায়িত্ব নিয়েছিল। এ বছরের অক্টোবরে শেষ হবে কমিটির মেয়াদ।

বিসিবি সর্বশেষ সভা শেষে নাজমুল হাসান বলেছিলেন, ‘সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই ইজিএম ও এজিম অনুষ্ঠিত হবে। সেখানেই নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।’

এদিকে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে ১৮ আগস্ট। ২১-২৩ আগস্ট ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। কিন্তু সেখানে জলমগ্ন হয়ে মাঠ বেহাল। তারপরও ফতুল্লায় আস্থা রাখছেন বিসিবি সভাপতি, ‘আমরা চিন্তায় ছিলাম, কিন্তু সেটা নেই। ফতুল্লায় পরিদর্শক দল পাঠিয়েছি, তারা প্রতিবেদন দেবে।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT