নাটোর সদর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, উপজেলার ভুবনপাড়ার শরীফুল ইসলাম (৩৫) ও রেশমা বেগম (৩৩)।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) আক্তার হোসেন জানান, দুপুরে মাটি বহনকারী একটি ট্রাক্টর সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয় পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।