নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
আজ মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার রাতে গ্রেপ্তার হওয়া ওই দুজন হলেন সম্রাট মিয়া (২১) ও শাহাদত হোসেন (২২)। তাঁরা রাজধানীর মিরপুরে অভিযানে নিহত ‘জঙ্গি’ আবদুল্লাহর সহযোগী বলে দাবি করেছে র্যাব।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। সেখানে জঙ্গি আবদুল্লাহ পরিবার নিয়ে অবস্থান করছে বলে সে সময় জানায় র্যাব। পরে ওই ভবনের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটায় ‘জঙ্গি’রা। এতে জঙ্গি আবদুল্লাহ নিহত হয় বলে জানায় র্যাব।