শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নারায়ণগঞ্জে হাসপাতালে মাদক ব্যবসা, গ্রেফতার ৫
প্রকাশ: ০৩:৪৫ pm ১৯-১০-২০১৭ হালনাগাদ: ০৩:৫০ pm ১৯-১০-২০১৭
 
 
 


প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরস্থ 'দি বারাকাহ্ হাসপাতালে' মাদক ব্যবসা চালানোর অভিযোগে ৫ জন কর্মচারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ অক্টোবর) রাতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে । র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে র‌্যাব অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরস্থ “দি বারাকাহ্ হাসপাতালের ভেতর থেকে ক্লিনার মো. মোহন মিয়াকে (৪৮) গ্রেফতার করে। এ সময় র‌্যাব তার হেফাজত থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে। পরে ক্লিনার মো. মোহন মিয়াকে মাদক ব্যবসার কাজে সাহায্য ও সহযোগিতা প্রদান করার অপরাধে উক্ত হাসপাতালে কর্মরত কর্মচারী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার গকুলদাসেরবাগ এলাকার মৃত সোলেমান ভুইয়ার ছেলে জাবেদুর রহমান সুমন (৩২), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পশ্চিম কেওড়া এলাকার শফি উদ্দিনের ছেলে মো. মহসিন উদ্দিন (২৭), খুলনা জেলার খালিসপুর থানার মজগুন আবাসিক এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এ এস এম মনোয়ার হোসেন রানা (৪২) ও জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ববেলাগাছা এলাকার মৃত আব্দুল হক আকন্দের ছেলে মো. মীর কাসেম আকন্দকে (৫৫) গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT