ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে প্রায় ৮শ’ শ্রমিক-কর্মচারী এ কর্মসূচি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সুগার মিলের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন জানান ২০১৭ সালের ৩০ নভেম্বর এর মধ্যে সর্বনিম্ন ৮,৭৫০ টাকা সর্বোচ্চ ১৩৫০০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় স্কেল ঘোষণা এবং ১ জুলাই ২০১৫ তারিখ থেকে জাতীয় স্কেল কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।