সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে ঢাকা টেস্টে ২১৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রান করা বাংলাদেশ পেয়েছে ৪৩ রানের মূল্যবান লিড।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন ছিল ২৬৯ রান, ২০০৬ সালে ফতুল্লায়।
৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলুড়ে সব প্রতিপক্ষের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নিলেন বাংলাদেশের অলরাউন্ডার।
সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন সাকিব। তার আগে এই কীর্তি ছিল কেবল দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও রঙ্গনা হেরাথের।
স্কোর: অস্ট্রেলিয়া ৭৪.৫ ওভারে ২১৭/১০।