রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মেসির জোড়া গোলে বার্সার জয়
প্রকাশ: ০৯:৪৮ am ০২-১০-২০১৭ হালনাগাদ: ১০:০৫ am ০২-১০-২০১৭
 
 
 


গণভোটের কারণ লাস পালমাসের বিপক্ষে কাতালান ক্লাব বার্সেলোনার ম্যাচটি স্থগিত করা হয়েছে, এমটাই শোনা যাচ্ছিল ম্যাচের আগ পর্যন্ত। পরে জানা গেল, ম্যাচ সময়মতোই মাঠে গড়াবে। আলোচিত এই ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করল বার্সা। লা লিগার নতুন মৌসুমে এটি বার্সেলোনার টানা সপ্তম জয়। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট এগিয়ে গেল বার্সা। গণভোটের দিন ম্যাচটি স্থগিত করার জন্য লা লিগা কমিটির কাছে আবেদন করে বার্সেলোনা। সেই আবেদনে সাড়া দেয়নি টুর্নামেন্টের কমিটি।  গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পরপরই এগিয়ে যায় বার্সেলোনা। মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন সের্জিও বুসকেটস। ম্যাচের বাকি দুটি গোল মেসির পা থেকে আসে। ৭০তম মিনিটে ডেনিস সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস পুয়োলকে (৫৯৩) টপকে বার্সেলোনার হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া মেসি (৫৯৪)। সাত মিনিট পর বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন মেসি। এবার তার গোলে অ্যাসিস্ট করেন আরেক সুয়ারেজ তথা লুইস সুয়ারেজ। এরপর আর কোনো গোল না হলেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। চলতি মৌসুমে লা লিগায় সাত ম্যাচে ১১ গোল করলেন মেসি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT