শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ফ্রেঞ্চ লিগে অপ্রতিরোধ্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)
প্রকাশ: ১১:২৯ am ১৬-০৪-২০১৮ হালনাগাদ: ১১:৩১ am ১৬-০৪-২০১৮
 
 
 


ফ্রেঞ্চ লিগে অপ্রতিরোধ্য প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের দুর্দান্ত ফর্মে পাঁচ ম্যাচ হাতে রেখেই ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলেছে তারা। ঘরের মাঠে মোনাকোকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-১ গোলের বিশাল জয়ে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন হলো দলটি। এর ফলে এক মৌসুম বিরতিতে আবারও ফ্রেঞ্চ লিগের শিরোপা ঘরে তুলল তারা। শুধু তা-ই নয়, গত ছয় মৌসুমের পাঁচ মৌসুমের শিরোপাই ঘরে তুলেছে উনাই এমেরির দলটি।

মোনাকোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দলটিকে কোণঠাসা করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটেই লো সেলসোর গোলে এগিয়ে যায় তারা। ডি-বক্সের ডান পাশে দানি আলভেজের বাড়ানো বলে গোল করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ১৭ মিনিটে আবারও পিএসজির হয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

কাভানির গোলের তিন মিনিট পরেই এই স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে ট্যাপ ইনে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। ২৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন লো সেলসো। ৪-০ গোলে পিছিয়ে পড়ে মনোবল না হারিয়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে মোনাকো। ম্যাচের ৩৮ মিনিটে রনি লোপেজ দলের হয়ে এক গোল শোধ করেন।

বিরতি থেকে ফিরেও চলে পিএসজির আক্রমণ। ৫৮ মিনিটে পাস্তোরের সহায়তায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। এবার মোনাকোর স্ট্রাইকার ফ্যালকাওয়ের আত্মঘাতী গোলের সুবাদে ৬-১ গোলে এগিয়ে যায় নেইমারবিহীন পিএসজি।

ম্যাচের ৮৬ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের গোলে ৭-১ গোলের ব্যবধানের বড় জয় নিয়ে  চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে পিএসজি।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT