শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নেইমার দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এনে দিচ্ছেন বড় জয়
প্রকাশ: ০১:১৭ pm ১৯-১০-২০১৭ হালনাগাদ: ০১:২৩ pm ১৯-১০-২০১৭
 
 
 


ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনে এসে সময়টা ভালোই কাটাচ্ছেন নেইমার। প্রায় প্রতিটা ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এনে দিচ্ছেন বড় জয়। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেও নেইমার-কাভানি-ডি মারিয়াদের ভালো পারফরম্যান্সে বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখটের বিপক্ষে পিএসজি পেয়েছে ৪-০ গোলের বড় জয়।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল নেইমারের পিএসজি। এর আগের দুটি ম্যাচও তারা জিতেছিল বড় ব্যবধানে। ৫-০ গোলে হারিয়েছিল সেল্টিককে। ৩-০ গোলের জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এবার অ্যান্ডারলেখটকেও ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে পিএসজি।

খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মধ্যেই পিএসজি ভেসেছিল এগিয়ে যাওয়ার আনন্দে। গোল করেছিলেন কেলিয়ান মেবাপ্পে। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে প্রতিপক্ষের জালে আরেকবার বল জড়ায় পিএসজি। এবার স্কোরবোর্ডে ওঠে এডিনসন কাভানির নাম।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে আবারও অ্যান্ডারলেখটের রক্ষণভাগকে তটস্থ করে তোলেন নেইমাররা। ৬৬ মিনিটের মাথায় নেইমার করেন দলের পক্ষে তৃতীয় গোলটি। আর ৮৮ মিনিটে অ্যান্ডারলেখটের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

এই জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপ থেকে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে পিএসজি। তিন ম্যাচের তিনটিতেই জয় দিয়ে তারা আছে শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT