যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ভয়াল গতিতে ধেয়ে যাচ্ছে ইরমা। ইতিমধ্যে ফ্লোরিডায় বৃষ্টিপাত শুরু হয়েছে গিয়েছে। সঙ্গে প্রচন্ড ঝড়ো হাওয়া। এরই প্রেক্ষিতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে ফ্লোরিডা প্রশাসন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী, গতকাল রাত ৩ টা নাগাদ ইরমার অবস্থান ছিল কিউবার শহর ক্যাবারিয়েন থেকে ১৩৫ কিলোমিটার উত্তরে এবং মিয়ামি থেকে ৪৪০ কিলোমিটার দূরে। এর গতিবেগ ছিলো ২৬০ কিলোমিটার। ইরমার সতর্কবার্তা পাওয়ার পরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। ফ্লোরিডার ৫৬ লক্ষ মানুষকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে ইরমা সম্পর্কে সতর্ক করতে হেলিকপ্টার করে লিফলেট ফেলা হচ্ছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, ইরমার তাণ্ডব শুরু হয়ে গেলে উদ্ধারকারী দল পাঠানো যাবে না। তাই যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইরমা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাণ্ডব চালিয়েছে। এই ভয়াবহ ঝড়ের আঘাতে নিহত হয়েছে ১৮ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ লক্ষ মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পর ইরমা ফ্লোরিডার থেকে ধেয়ে যাচ্ছে। ২৭০ কিলোমিটার গতিবেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানবে এই ঝড়। এই ঝড়ের তান্ডবে তছনছ হয়ে যেতে পারে পুরো ফ্লোরিডা। এতে গৃহহীন হতে পারেন এক লাখের মতো মানুষ।