দেশে চলমান বন্যায় ২১টি জেলার ৭ হাজার ১৩০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ বাড়তে পারে। বন্যার পানিতে এসব সড়ক কোথাও আংশিক, কোথায় সম্পূর্ণ ক্ষতি হওয়ায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) উপসচিব জিএম আবদুল কাদের গতকাল ক্ষতিগ্রস্ত সড়কের এই তথ্য জানান। তিনি বলেন, জামালপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলার ১১০৪ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, অন্যান্য জেলার মধ্য টাঙ্গাইলের ৯৯৭ কিলোমিটার, কুমিল্লার ৮৮০ কিলোমিটার, পঞ্চগড়ের ৮৫৮ কিলোমিটার ও নীলফামারীর ৫৩৬ কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে।