বরিশালের উজিরপুর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
গতকাল শনিবার রাতে উপজেলার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলেকট্রিক মিস্ত্রি টিটু হাওলাদার (৩৬) উপজেলার ধামসর গ্রামের মালেক হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় টিটু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত জসীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।