বরিশালে পৃথক অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল শুক্রবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের রাজ্জাক স্মৃতি কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানকার একটি খাবার হোটেল থেকে শিল্পী বেগম (২৮) নামে এক নারীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। শিল্পী ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
এর আগে নগরের কালুশাহ সড়কের মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আওলাদ হোসেন মোল্লা (৫১) ও নিউ সার্কুলার রোডের আব্দুল জলিল শিকদারের ছেলে মো. দেলোয়ার হোসেনকে (৩০) আটক করা হয়। এ সময় তাদের কাছে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাওয়া যায়।