সফরের সময় ঘনিয়ে আসছিল। কিন্তু চূড়ান্ত হচ্ছিলো না সূচি। আগে সাদা পোশাকের সিরিজ না রঙিন, এই নিয়ে চলছিল দুই দেশের বোর্ডের আলোচনা। অবশেষে চূড়ান্ত হলো সব। প্রকাশ করা হলো বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি।
৭ মার্চ থেকে প্রথম টেস্ট গলে। শ্রীলঙ্কায় সফরকারী দলগুলির প্রথম টেস্ট সাধারণত সাগরপাড়ে প্রায় সাড়ে চারশ বছর পুরোনো দুর্গ ঘেষা এই দৃষ্টিনন্দন মাঠেই শুরু হয়। ২০১৩ সালের সফরে এখানে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, বাংলাদেশ করেছিল ড্র।
কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ থেকে। উপমহাদেশের কেবল এই মাঠেই পা পড়েছিল স্যার ডন ব্র্যাডম্যানের। ইতিহাসের অংশ হয়ে থাকা এই মাঠেই বাংলাদেশ উদযাপন করবে ‘সেঞ্চুরি’। এই টেস্টই বাংলাদেশের শততম টেস্ট।
ওয়ানডে সিরিজের আগেও একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। ২২ মার্চ ম্যাচটি হবে কলম্বোয়। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হবে ডাম্বুলায়। ১ এপ্রিল শেষ ওয়ানডে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এই মাঠে সাধারণত এখন টেস্টই হয় বেশি। এবার ওয়ানডে হবে ৬ বছর পর।
৪ ও ৬ এপ্রিল দুটি টি-টোয়েন্টি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সফরের সূচি:
প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) - মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম
প্রথম টেস্ট (৭-১১ মার্চ) - গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) - পি সারা ওভাল
প্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) - কলম্বো
প্রথম ওয়ানডে (২৫ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
তৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) - সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড
প্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম